ব্যবসার উদ্দেশ্যে ভারতের সবচেয়ে ভালো ই-ইনভয়েসিং সফটওয়্যার

Best-E-Invoicing-Software-Solution-for-Businesses-in-India
|Updated on: February 8, 2024

নির্ঝঞ্ঝাট -ইনভয়েস সফটওয়্যার

TallyPrime-এর নির্ভরযোগ্য ও বিস্তৃত সুবিধা বিশিষ্ট ই-ইনভয়েসের সফটওয়্যারের সমাধান দিয়ে আপনি চট করে ইনভয়েস তৈরি থেকে শুরু করে পরিচালনা পর্যন্ত, সমস্ত বিষয় সামলে নিতে পারবেন।

চট করে ইনভয়েস তৈরি করা: বিস্তৃত সফটওয়্যার হিসাবে, TallyPrime-এর মাত্র একটা ক্লিকেই অনায়াসে ই-ইনভয়েস তৈরি করার প্রক্রিয়া সুবিধা দেয়।

দ্রুত IRN ইন্টিগ্রেশন: TallyPrime দিয়ে স্বয়ংক্রিয়ভাবে IRN (ইনভয়েস রেফারেন্স নম্বর) এবং QR কোড প্রিন্ট করুন।

সরাসরি IRP ইন্টিগ্রেশন: Tally হল একটি প্রত্যয়িত GST সুবিধা প্রদানকারী সফটওয়্যার, অর্থাৎ এর মাধ্যমে অনায়াসে ই-ইনভয়েস তৈরি করার জন্য আপনি ইনভয়েসকে IRP পোর্টালে সরাসরি আপলোড করতে পারেন। 

একক বা প্রভূত পরিমাণে -ইনভয়েস তৈরি:  GST প্রবিধান মেনে ইনভয়েস তৈরি করাটা যেকোনো ব্যবসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। TallyPrime-এর মাধ্যমে, আপনি কোনো লেনদেনের ভাউচার এন্ট্রির সময় একক বা একাধিক ই-ইনভয়েস তৈরি করতে পারেন শুধুমাত্র একটি ক্লিকেই ।

-ইনভয়েস সংক্রান্ত রিপোর্ট: আপনার ব্যবসায়ে যে ইনভয়েস তৈরি হয়, তার সারসংক্ষেপ জানাটা গুরুত্বপূর্ণ। যে ই-ইনভয়েস রিপোর্ট দিয়ে সমস্ত ই-ইনভয়েসিংয়ের কাজগুলি আপনি এক নজরে দেখে নিতে পারেন, সেগুলো TallyPrime-এর সাহায্যে অ্যাক্সেস করতে পারেন৷

অফলাইন এক্সপোর্টও সাপোর্ট করে: TallyPrime হল একটি বিস্তৃত সফটওয়্যার, যেখানে আপনি ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হলে বা এই ধরনের ঘটনার ঘটলে অফলাইন মোডেও ই-ইনভয়েসিং করতে পারেন। এই ধরনের পরিস্থিতিতে, আপনি JSON ফর্ম্যাটে বিস্তারিত বিবরণ এক্সপোর্ট করতে পারেন এবং নিজের সুবিধামত IRP-এ আপলোড করতে পারেন।

-ওয়ে বিল: TallyPrime-এর সাহায্যে ইনভয়েসের জন্য ই-ওয়ে বিল প্রয়োজন হয়, সেগুলির ই-ইনভয়েস তৈরির পাশাপাশি ই-ওয়ে বিল তৈরি করুন৷ এই উপায়ে আপনি প্রচেষ্টা এবং সময় সাশ্রয় করতে পারেন। 

IRN বাতিল করা: কিছু কিছু পরিস্থিতিতে, যে ইনভয়েসে IRN ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, তা বাতিল করার দরকার হয়। TallyPrime-এর সাহায্যে, আপনি এই ধরনের ইনভয়েস বাতিল করতে পারেন এবং সরাসরি সফটওয়্যার থেকেই IRP-এ বাতিল করার বিস্তারিত বিবরণ পাঠাতে পারেন।

গুরুত্বপূর্ণ সতর্কতা: TallyPrime-এ ভুলবশত এবং অপ্রয়োজনীয়ভাবে করা পরিবর্তন প্রতিরোধ করার সতর্কতা ব্যবস্থা রয়েছে, যেটা দিয়ে আপনি নিজের ই-ইনভয়েসিং প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন।

GST রিটার্ন ফাইল করা: TallyPrime-এর প্রতিরোধ এবং সনাক্তকরণ পদ্ধতির সাহায্যে, আপনি নিজের GST রিটার্নের নির্ভুলতা নিশ্চিত করতে পারেন।

ডিজিটালভাবে স্বাক্ষরিত ট্যাক্স ইনভয়েস: ট্যাক্স ইনভয়েস হোক, সাপ্লাই বিল হোক বা ই-ওয়ে বিল তৈরি করা-যাই হোক না কেন, আপনি সবই TallyPrime-এর সাহায্যে অনায়াসে করতে পারবেন।   

অনলাইনে রিপোর্ট অ্যাক্সেস করা: যেকোনো জায়গা থেকে, মোবাইল বা যেকোনো ডিভাইস দিয়ে বিভিন্ন বিস্তারিত ব্যবসায়িক রিপোর্ট অ্যাক্সেস করুন।

TallyPrime

আমাদের তাৎক্ষনিক এবং সুলভ ই-ইনভয়েসিং সুবিধা দিয়ে অনায়াসে ই-ইনভয়েসিং করার আনন্দ উপভোগ করুন!

TallyPrime দিয়ে মাত্র 3টি সহজ ধাপে কীভাবে -ইনভয়েসিং শুরু করা যায়

  1. TallyPrime-এ ই-ইনভয়েস সক্ষম করতে হবে
  2. সাধারণভাবেই ইনভয়েস রেকর্ড করুন এবং স্বয়ংক্রিয়ভাবে -ইনভয়েস তৈরি করার জন্য নির্বাচন করুন।
  3. IRN এবং QR কোডের বিবরণ সহ ইনভয়েস প্রিন্ট করুন।

TallyPrime- -ইনভয়েস সংক্রান্ত সফটওয়্যার রিপোর্ট তৈরি করা

  • তথ্য সংশোধন/অনুপস্থিত তথ্য/অবৈধ তথ্যের সারাংশ পাওয়া
  • তৈরি হওয়া ও মুলতুবি থাকা ই-ইনভয়েসের সারাংশ পাওয়া
  • ই-ইনভয়েস প্রত্যাখ্যান সংক্রান্ত রিপোর্ট
  • ই-ইনভয়েস নিবন্ধন করা

TallyPrime- GST রিপোর্ট

  • GSTR-3B
  • GSTR-1
  • GST-CMP-08
  • বার্ষিক গণনা
  • ইনপুট ট্যাক্স ক্রেডিটের সারাংশ

-ইনভয়েস সংক্রান্ত সফটওয়্যার সমাধানের সারাংশ

  1. বিভিন্ন GST সিস্টেম জুড়ে ডেটার আন্তঃকার্যকলাপ (IRP, ই-ওয়ে বিল, GSTIN)
  2. একই ইনভয়েস বিবরণের একাধিকবার রিপোর্ট হওয়া কমানো
  3. GST রিটার্ন এবং ই-ওয়ে বিলে ই-ইনভয়েসের বিবরণ স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা
  4. বাস্তব সময়ে ইনভয়েস ট্র্যাক করা
  5. ITC যোগ্যতা নিশ্চিত করা
  6. ইনপুট ক্রেডিট যাচাইকরণ হ্রাস করা
  7. ত্রুটি এবং জালিয়াতি প্রতিরোধ করা
  8. রিটার্ন দাখিল করার সময় এবং প্রচেষ্টা সাশ্রয় করা

-ইনভয়েস তৈরি করা: -ইনভয়েস সফটওয়্যার ব্যবহারের ধাপে ধাপে নির্দেশিকা

Working of E-invoicing System

  • সরবরাহকারী ই-ইনভয়েস সফটওয়্যার ব্যবহার করে অথবা অন্য কোনও মোডের মাধ্যমে, সহজভাবে ই-ইনভয়েস JSON তৈরি করে।
  • সরবরাহকারী সেই JSON টি IRP (ইনভয়েস রেজিস্টার পোর্টাল)-এ আপলোড করে ।
  • IRP-এ আপলোড করা JSON যাচাই করা হয় এবং IRN ও QR কোড তৈরি হয় ।
  • তারপর QR কোড সহ ডিজিটালভাবে স্বাক্ষরিত ই-ইনভয়েস JSON সরবরাহকারীর কাছে পাঠানো হয় ।
  • সরবরাহকারীকে ইনভয়েসে IRN এমবেড করা QR কোড প্রিন্ট করতে হয়।
  • ই-ইনভয়েসের বিস্তারিত বিবরণ ই-ওয়ে বিল সিস্টেমে (প্রি-ফিল ই-ওয়ে বিল) এবং GST সিস্টেমে (GSTR-1 এবং GSTR-2A) পাঠানো হয়
  • ITC নিশ্চিত করার জন্য ক্রেতা GSTR-2A-এ বাস্তব সময়ের দৃশ্য দেখতে পাবেন। ই-ইনভয়েস সিস্টেম কীভাবে কাজ করে সে সম্পর্কে আরও পড়ুন।

মাত্র একটা ক্লিকেই TallyPrime- নির্বিঘ্নে -ইনভয়েস তৈরি করুন

TallyPrime একটি স্বীকৃত এবং ISO প্রত্যয়িত GSP (GST সুবিধা প্রদানকারী) হওয়ায়, এই সফটওয়্যারটি সরাসরি IRP পোর্টালে যুক্ত হয়ে অনায়াসে ই-ইনভয়েস তৈরি করে।

এককালীন সেটআপের মাধ্যমে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে ই-ইনভয়েস তৈরি শুরু করতে পারেন এবং প্রিন্ট করা শুরু করতে পারেন। আপনাকে শুধু সক্ষম করতে হবে, রেকর্ড করতে হবে ও তারপর প্রিন্ট করতে হবে। বাকিটা TallyPrime-এর সংযুক্ত সমাধানই সামলে নেবে।

  • আপনি হয় লেনদেনের ভাউচার এন্ট্রি করার সময় ই-ইনভয়েস তৈরি করতে পারেন অথবা প্রভূত পরিমাণে করার জন্য একটা ক্লিকেই একাধিক ইনভয়েসের ই-ইনভয়েস তৈরি করতে পারেন।
  • IRP-এ প্রমাণীকরণ হয়ে গেলে, TallyPrime IRP থেকে সরাসরি IRN পেয়ে যাবে এবং সেটা অন্যান্য ইনভয়েসের তথ্যের সাথে QR কোডে রূপান্তরিত করবে এবং সেই অনুযায়ী আপনার ইনভয়েস আপডেট করে দেবে ।
  • তারপরে আপনি ইনভয়েসে QR কোড প্রিন্ট করে নিতে পারেন। এছাড়াও IRN ঐচ্ছিকভাবেও প্রিন্ট করে নেওয়া যায়। TallyPrime-এর ই-ইনভয়েস সংক্রান্ত সমাধানেরসম্পর্কে আরও পড়ুন।

-ইনভয়েস সফটওয়্যার সমাধান বেছে নেওয়ার সময় আপনাকে কী কী বিষয় মাথায় রাখতে হবে

  • নিজের হস্তক্ষেপ ছাড়াই অবিলম্বে ই-ইনভয়েস তৈরি করার সুবিধা
  • অনায়াসে প্রভূত পরিমাণে ই-ইনভয়েস তৈরি করার ক্ষমতা
  • প্রযোজ্যতা অনুসারে ই-ইনভয়েস সহ ই-ওয়ে বিল তৈরি করার সুবিধা
  • প্রয়োজন অনুসারে অনায়াসে ই-ইনভয়েস বাতিল করার ক্ষমতা
  • নেটওয়ার্কের সমস্যা দেখা দিলে অফলাইনে ই-ইনভয়েস তৈরি করার জন্য অফলাইন মোড ব্যবহার করার সুবিধা

আজই আপনার -ইনভয়েসিং সফটওয়্যারের বিনামূল্যে ট্রায়াল গ্রহণ করুন!

আপনার GST প্রস্তুত TallyPrime-এর নিরবচ্ছিন্ন লাইসেন্স পান মাত্র + % GST (INR )-এর বিনিময়। কোনো জিজ্ঞাস্য থাকলে 1800-425-8859/ 91 80 25638240-এ কল করুন। একটি বিনামূল্যে ট্রায়াল করুন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

GST-এর অধীনে কী কী -ইনভয়েস রয়েছে?

1লা অক্টোবর 2020 থেকে, যেসব ব্যবসায় 500 কোটি টাকার বার্ষিক টার্নওভার আছে, সেগুলির ক্ষেত্রে ই-ইনভয়েসিং বাধ্যতামূলক করা হয়েছে৷ 1লা জানুয়ারী 2021 থেকে, এই ব্যবস্থা 100 কোটি টাকার টার্নওভার যুক্ত ব্যবসার ক্ষেত্রেও সম্প্রসারিত করা হয়েছিল এবং তারপরে 50 কোটির ব্যবসাতেও আরোপ করা হয়েছে। বর্তমানে, 10 কোটি টাকার বেশি টার্নওভার যুক্ত ব্যবসার ক্ষেত্রেও ই-ইনভয়েসিং প্রযোজ্য। সাম্প্রতিক আপডেট অনুযায়ী, 1লা আগস্ট 2023 থেকে 5 কোটি টাকার বেশি টার্নওভার যুক্ত ব্যবসার ক্ষেত্রেও ই-ইনভয়েসিং প্রযোজ্য হবে। আরও তথ্যের জন্য, ই-ইনভয়েসের প্রযোজ্যতা বিষয়ে এই পোস্টটি পড়ুন।

-ইনভয়েস কবে থেকে আরোপিত হয়েছে?

প্রথম দিকে, 1 অক্টোবর 2020-এ যেসব ব্যবসার টার্নওভার 500 কোটি টাকা, সেগুলির ক্ষেত্রে এই ই-ইনভয়েস প্রযোজ্য হয়েছিল। 1লা জানুয়ারী , 2021 থেকে, এই ব্যবস্থা 100 কোটি টাকার টার্নওভার যুক্ত ব্যবসার ক্ষেত্রেও আরোপিত হয়েছিল এবং তারপরে 50 কোটির ব্যবসাতেও আরোপ করা হয়েছে। বর্তমানে, 10 কোটি টাকার বেশি টার্নওভার যুক্ত ব্যবসার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। সাম্প্রতিক আপডেট অনুযায়ী, 1লা আগস্ট 2023 থেকে 5 কোটি টাকার বেশি টার্নওভার যুক্ত ব্যবসার ক্ষেত্রেও ই-ইনভয়েসিং প্রযোজ্য হবে। ই-ইনভয়েস প্রযোজ্যতাবিষয়ে আরও পড়ুন।

কারা -ইনভয়েসিংয়ের যোগ্য?

যেসব ব্যবসা GST-এর অধীনে নিবন্ধিত এবং সরকারের বিজ্ঞপ্তি অনুসারে পর্যায়ক্রমে B2B ইনভয়েস ইস্যু করে, সেগুলির ক্ষেত্রে ইলেক্ট্রনিক ইনভয়েস প্রযোজ্য।

-ইনভয়েসিং কি বাধ্যতামূলক?

হ্যাঁ, যেসব ব্যবসা ই-ইনভয়েসিংয়ের আওতায় পড়ে এবং যাদের B2B সরবরাহের জন্য ই-ইনভয়েস ইস্যু করতে হয়, সেই সব ব্যবসার ক্ষেত্রে এটা বাধ্যতামূলক। 

-ইনভয়েসিং প্রয়োজন কেন?

ডেটার আন্তঃক্রিয়াক্ষমতা বজায় রাখার জন্য যে বিন্যাসে ইনভয়েসের ইলেক্ট্রনিক ডেটা ইকোসিস্টেমের বিভিন্ন GST পরিবেশে শেয়ার করা হয়, সেই বিন্যাস স্ট্যান্ডার্ডাইজ করার জন্য ই-ইনভয়েসিংয়ের প্রয়োজন পড়ে।

-ইনভয়েসে IRP কী?

IRP হল একটা নির্ধারিত পোর্টাল, যেখানে ইনভয়েস গ্রহণ, যাচাই এবং প্রমাণীকরণ করা হয়।

IRN (ইনভয়েস রেফারেন্স নম্বর) কী?

IRN বা "ইনভয়েস রেফারেন্স নম্বর" হল এক অনন্য চালান নম্বর, যেটা ইনভয়েস রেজিস্টার পোর্টাল (IRP)-এ ইলেকট্রনিকভাবে ইনভয়েস আপলোড করার সময় তৈরি করা হয়।

IRN কি একসাথে প্রভূত পরিমাণে করা যায়?

হ্যাঁ, আপনি একসাথে প্রভূত পরিমাণে ইনভয়েস আপলোড করতে পারেন এবং আপলোড করা প্রতিটি ইনভয়েসের জন্য IRN তৈরি করতে পারেন। TallyPrime-এ অনায়াসে একসাথে প্রভূত পরিমাণে ইনভয়েসের জন্য IRN তৈরি করা যায়

IRP-এর অধীনে কী কী নথি রিপোর্ট করতে হয়?

নিম্নলিখিত নথিগুলি ই-ইনভয়েসের আওতায় পড়ে:

  • সরবরাহকারীর ইনভয়েস
  • সরবরাহকারীর ক্রেডিট নোট
  • সরবরাহকারীর ডেবিট নোট
  • আইনগত প্রয়োজনীয়তা অনুসারে, এই নথির সাথে যিনি তৈরি করছেন তার অন্যান্য নথি।

-ইনভয়েসিংয়ে ব্যবসায় কী সুবিধা হয়?

GST সিস্টেমে ই-ইনভয়েস ডেটার আন্তঃব্যবহার যোগ্যতার সুবিধা থাকায়, ব্যবসা বিভিন্ন রকমের সুবিধা লাভ করে। উদাহরণস্বরূপ, সিস্টেমটি GST রিটার্ন এবং ই-ওয়ে বিলে ইনভয়েসের বিস্তারিত বিবরণ আপনাআপনি পূরণ করে দেয়, যাতে একই ডেটার পুনরাবৃত্তি কম হয়। এছাড়াও, এতে ইনভয়েসগুলির স্থিতি বাস্তব সময়ে দেখা যায়, যার ফলে যা ব্যবসাগুলি নিজেদের ইনপুট ট্যাক্স ক্রেডিট (ITC)-এর যোগ্যতা নিশ্চিত করতে পারে এবং নকল ইনভয়েসের সম্ভাবনা দূর করতে পারে৷

TallyPrime- -ইনভয়েস সংক্রান্ত সফটওয়্যারের ভিডিও নির্দেশিকা

-ইনভয়েস সফটওয়্যার দিয়ে কীভাবে -ইনভয়েস তৈরি করা যায়

TallyPrime-এ ই-ইিভয়েস কীভায়ব বযবহার করা যাে

TallyPrime-এ IRN বাতিলকরণ কীভাবে আটকানো যায়

ই-ইিভয়েস সংক্রান্ত সফটওেযায়রর বিয়মা

TallyPrime

আমাদের তাৎক্ষনিক এবং সুলভ ই-ইনভয়েসিং সুবিধা দিয়ে অনায়াসে ই-ইনভয়েসিং করার আনন্দ উপভোগ করুন!