আমরা একটি প্রযুক্তি ও উদ্ভাবনগত কোম্পানী এবং ছোট ও মাঝারি ব্যবসাগুলির জন্য ব্যবসায়িক সফ্‌টওয়্যার প্রদান করা আমাদের মূল মন্ত্র।
প্রতিষ্ঠার তিন দশক পর, আজ ট্যালির প্রোডাক্ট ১০০টিরও বেশী দেশ জুড়ে লক্ষ লক্ষ ব্যবহারকারীদের সেবা প্রদান করছে। আমাদের ২৮০০০+ পার্টনারদের দৃঢ় নেটওয়ার্ক সেল্‌স, সাপোর্ট ও সার্ভিস ক্ষেত্রে অতুলনীয় গ্রাহক অভিজ্ঞতা প্রদান করে চলেছে। একটি শক্তিশালী গবেষণা ও উন্নয়ন বিভাগের শক্তি নিয়ে, ট্যালি ছোট ও মাঝারি ব্যবসাগুলির জন্য এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফ্‌টওয়্যার ক্ষেত্রে সৃষ্টিশীলতা ও উৎকর্ষতা প্রদান করার প্রচেষ্টায় রয়েছি।


আমাদের যাত্রা

৩০ বছর আগে শ্রী শ্যাম সুন্দর গোয়েঙ্কা কলকাতা থেকে স্থানান্তরিত হন এবং ব্যাঙ্গালোরে তার টেক্সটাইল ব্যবসা স্থাপন করেন, যা টেক্সটাইল মিলগুলির জন্য কাঁচামাল ও যন্ত্রপাতি সরবরাহ করত। তার ব্যবসা চালানোর সময়, শ্রী এস.এস. গোয়েঙ্কা তার অ্যাকাউন্টিং কার্যধারাকে অটোমেট বা যান্ত্রিক করতে চেয়েছিলেন, কিন্তু তিনি দেখলেন যে, তখনকার অ্যাকাউন্টিং সফ্‌টওয়্যারগুলি খুবই জটিল এবং তা ব্যবহার করা কঠিন ছিল। তার অ্যাকাউন্টিং কার্যধারাগুলিকে আরো সরল করে তোলার কথা মাথায় রেখে, শ্রী এস.এস. গোয়েঙ্কা তার ছেলে ভরত গোয়েঙ্কাকে একটি অ্যাকাউন্টিং সমাধান তৈরী করতে বলেন, যার ফলস্বরূপ ১৯৮৬ সালে ট্যালি সলিউশনের জন্ম হয়। এর প্রতিষ্ঠার পর থেকে, ট্যালি সলিউশন্‌স ভারতে ও পৃথিবীর অন্যান্য জায়গাতে ব্যবসায়িক সংস্থাগুলিতে দৃঢ় ব্যবসায়িক ব্যবস্থাপনা অ্যাপ্লিকেশনগুলি প্রদান করতে নিরলসভাবে কাজ করে চলেছে।


আমাদের লক্ষ্য

২০৩০ সালের মধ্যে প্রযুক্তির ধারা হয়ে ওঠা, যা বিশ্বের আর্থিক বৃদ্ধিকে চালিত করবে।

আমরা বিশ্বাস করি যে, আর্থিক বৃদ্ধি চালনার চাবিকাঠি হল 'অর্থের গতিশীলতা'। তাই, আমাদের লক্ষ্য অর্জনের জন্য, আমাদের প্রযুক্তিগুলি সারা বিশ্ব জুড়ে বাণিজ্যকে সরলীকৃত করতে এবং লোকেদের পষে আর্থিক লেনদেনের বিষয়টিকে সহজতর করাকে কেন্দ্র করে কাজ করবে। এটি আরো মূল্য সংযোজিত হওয়া, আরো চাহিদা পাওয়া, আরো ব্যয় হওয়া এবং আরো আয় হওয়াকে নিশ্চিত করবে। একটি দ্রুততর চক্র সমস্ত অংশীদারদের জন্য একটা জয়ের পরিস্থিতি নিয়ে আসে এবং একটি আরো আনন্দময় বিশ্ব তৈরী করে।


আমাদের উদ্দেশ্য

"ট্যালির সংস্পর্শে আসা প্রত্যেকে যাতে আরো আনন্দিত হয়" .

আমরা বিশ্বাস করি যে, সমস্ত প্রসারণ ও প্রসারণের প্রচেষ্টা আনন্দের দিকে নিয়ে যায়, যেখানে সমস্ত সংকোচন ও সংকোচনের ভয় নিরানন্দের দিকে নিয়ে যায়।

আমরা যেখানে নিরবিচ্ছিন্নভাবে 'প্রত্যেককে' 'আরো আনন্দিত' করে তোলার প্রচেষ্টা করছি, তা আমাদের চিন্তাধারাতে নতুন মাত্রাগুলি নিয়ে আসবে। আমাদের উদ্দেশ্য আমাদের কার্যধারাগুলির সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ এবং এটি লোকেদের জীবনে নিরবিচ্ছিন্নভাবে মূল্য সংযোজন করতে আমাদের সহায়তা করে।


আমাদের জনগনের প্রতি দৃষ্টিভঙ্গি

একটি অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি সেটাই হয়, যেখানে কাজের জায়গায় আন্তরিকতার অনুভূতি লালন করা যায় এবং সেইজন্য, যখন কর্মীরা আন্তরিকতা বোধ করে, তখন তারা খোলাখুলিভাবে, স্বাধীনভাবে এবং নিজেদের মতো করে নিজেদেরকে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং আলাদা কিছু করার জন্য ক্ষমতাবান বোধ করেন। আমরা সচেতনভাবে কাজ করি যাতে আমাদের কর্মীরা সমাজের সকল শ্রেণীর সত্যিকারের প্রতিনিধি হয়ে ওঠেন এবং প্রতিটি কর্মচারী যেন সম্মানিত বোধ করে এবং নিজের সেরাটা দিতে পারেন।

আমাদের লক্ষ্য হল আমাদের যাত্রায় আমাদের সমর্থন করার জন্য বিভিন্ন দৃষ্টিভঙ্গির, অভিজ্ঞতার এবং পরিস্থিতির লোকেদের আকৃষ্ট করা, উন্নত করা এবং তাদের আমাদের সাথে রাখা। আমরা একটি অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে আমাদের নেতারা নিশ্চিত করনে যে আমাদের কর্মীরা নিজেদের সেরা হয়ে উঠতে পারেন, পেশাগতভাবে এবং ব্যক্তিগতভাবে। আমরা নিজেদের সংস্কৃতির প্রতি গর্বিত, যা প্রত্যেক ব্যক্তিকে সমান সুযোগ দেয় এবং এক ধরনের পরিবেশ দেয় যেখানে আমরা প্রত্যেকের স্বাতন্ত্র ব্যক্তিত্ব রক্ষা করি।

Card image cap

শ্রীমতি শীলা গোয়েঙ্কা

চেয়ারপার্সন

Card image cap

শ্রী ভারত গোয়েঙ্কা

ভাইস চেয়ারপার্সন

Card image cap

শ্রী তেজস গোয়েঙ্কা

ম্যানেজিং ডিরেক্টর

Card image cap

শ্রীমতি নূপুর গোয়েঙ্কা

এক্সিকিউটিভ ডিরেক্টর

Card image cap

অভিষেক ডালমিয়া

ডিরেক্টর - প্রোডাক্ট ম্যানেজমেন্ট

Card image cap

অমরীশ কুমার জৈন

চিফ ইনফর্মেশন অফিসার

Card image cap

ভুবনেশ্বরী বি

ট্যালি এডুকেশন প্রাইভেট লিমিটেড

Card image cap

জয়তী সিং

গ্লোবাল হেড - মার্কেটিং

Card image cap

জিওদেন্দ্র কুমার

হেড - ইন্টারন্যাশনাল অপারেশনস

Card image cap

জয়েস রে

ইন্ডিয়া বিসনেস

Card image cap

মমতা গোপীনাথ

হেড -ট্যালিকেয়ার

Card image cap

মুকেশ খান্না

হেড - স্ট্রাটেজি এন্ড কী ইনিশিয়েটিভস

Card image cap

নবেন্দু দাস

ইঞ্জিনিয়ারিং চিফ ও প্রোডাক্ট হেড